সিলেটে আরও ২৪ জনের করোনা নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১০, ২০২০
০১:৩৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২০
০১:৩৯ পূর্বাহ্ন



সিলেটে আরও ২৪ জনের করোনা নেগেটিভ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে গতকাল বুধবার আরও ২৪ জনের শারীরিক নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারও শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। 

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা ও জেলা পর্যায় থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত সিলেটে নতুন কেউ করোনা আক্রান্ত না হলেও আমাদের সতর্ক থাকতে হবে। 

এর আগে গত মঙ্গলবার এমএজি ওসমানী মেডিকেল কলেজে ৯৪ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। এতে কারো শরীরে করোনা ভাইরাস ধরা পড়েনি।

এনসি-০২/এএফ-১১