দুই তিনদিনের মধ্যে ১১ শয্যায় উন্নীত হচ্ছে শামসুদ্দিন হাসপাতালের আইসিইউ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৯, ২০২০
০৯:৩৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৯:৩৯ পূর্বাহ্ন



দুই তিনদিনের মধ্যে ১১ শয্যায় উন্নীত হচ্ছে শামসুদ্দিন হাসপাতালের আইসিইউ
অচিরেই ২০ শয্যার আইসিইউ । আসছে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স

আগামী দুই তিনদিনের মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউ ১১ শয্যার উন্নীত হবে। পাশাপাশি অল্প কিছুদিনের মধ্যে ২০ শয্যার আইসিইউ চালু হবে হাসপাতালটিতে । এমনটাই জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান।

আজ বুধবার (০৮ এপ্রিল) রাত ৯টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের  উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সিলেটে করোনাভাইরাস (কোভিড-১৯) সনাক্তকরণ কমিটির চেয়ারম্যান ডা. মো. ময়নুল হক, মেডিসিন বিভাগের প্রধান শিশির চক্রবর্তী, কার্ডিয়াক বিভাগের সহকারি অধ্যাপক আজিজুর রুম্মান, সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র, অ্যানেস্থিসিয়া সহকারী ডা. রুবেল, নার্সিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলি প্রমুখ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামীকালই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও নয়টি ভ্যান্টিলেটর এসে পৌঁছাবে। তার সঙ্গে  কার্ডিয়াক মনিটরসহ আনুসাঙ্গিক জিনিষপত্র চলে আসবে। তাই আগামী পরশু থেকেই হয়ত শামসুদ্দিন হাসপাতালে ১১ শয্যার আইসিইউতে উন্নীত হবে।

সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতি সম্পর্কে জানিয়ে তিনি বলেন, ‌‘আমরা চেষ্টা চালাচ্ছি আগামী কিছুদিনের মধ্যে এই হাসপাতালে ২০ শয্যার আইসিইউতে উন্নীত করতে।‘ সিলেটে চিকিৎসকদের জন্য যথেষ্ট পরিমাণ পিপিই এর ব্যবস্থাও করা হয়েছে। সিলেটে আগামী কিছুদিনের মধ্যে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স ও আনার প্রক্রিয়া চলছে।

 

এনএইচ-৭/এএফ-১৪