নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৯, ২০২০
০৮:৫২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৯:১১ পূর্বাহ্ন
সিলেটে করোনাভাইরাতে আক্রান্ত চিকিৎসককে তার পরিবারের ইচ্ছাতেই ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান।
আজ বুধবার (০৮ এপ্রিল) রাত নয়টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
হাসপাতালের সামর্থের কথা তুলে ধরে এসময় তিনি বলেন, ‘শহীদ শামুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে দুইজনের জন্য আইসিইউ বেড প্রস্তুত আছে। তাই যারা বলছেন করোনা আক্রান্ত চিকিৎসককের সঠিক চিকিৎসা হয়নি, তারা না জেনেই এসব বলছেন। গতকাল মঙ্গলবার রাতে সেই চিকিৎসক ভর্তি হওয়ার পর থেকে সার্বক্ষণিক তার খোঁজ রাখা হয়েছে। কিন্ত তার পরিবারের একান্ত ইচ্ছাতেই আজকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’ করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়ার সামর্থ হাসপাতালের আছে দাবি করে তিনি বলেন, ‘এই রোগীকে (করোনা আক্রান্ত চিকিৎসক) চিকিৎসা এখানেই দেওয়া যেত।’
তিনি আরও বলেন, ‘সিলেট শামসুদ্দিন হাসপাতাল করোনা চিকিৎসার জন্য পুরোপুরি প্রস্তুত আছে। দ্রুত সময়ের মধ্যে এই হাসপাতালে আরও আইসিইউ বেড আনার কাজ চলছে।
গত রবিবার (৫ এপ্রিল) সিলেটে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হন ওই চিকিৎসক। এদিন সন্ধ্যার দিকে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন। এদিন সন্ধ্যায় আক্রান্ত চিকিৎসকের বাসা এবং রাত ১২টার দিকে তার বাসস্থান নগরের হাউজিং এস্টেট এলাকা লকডাউন করা হয়। এরপর থেকে বাসায় রেখেই তার চিকিৎসা চলছিল। গতকাল মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আনা হয়।
এনএইচ-৬/এএফ-১৩