নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৯, ২০২০
০৭:৩৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৭:৩৫ পূর্বাহ্ন
সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক এলাকার টিলার উপর বসবাস করা নিম্ন আয়ের অসহায়দ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটের বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ শাহাদত হোসেন।
আজ বুধবার (৮ এপ্রিল) নিজে বাজার সদাই করে নিজ হাতে সহকর্মীদের সঙ্গে নিয়ে এসব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় ওসি বলেন, করোনার এই পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছেন দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলো। তেমনই দুর্গম এলাকার কিছু ভূমিহীন মানুষের খোঁজ পাওয়া যায়। তাদের থাকার নিজস্ব কোন জায়গা নাই। এলাকাটি দুর্গম, পায়ে হেঁটে যেতে হয়। টিলার উপরে ঢালে ছোট ছোট বেড়ার ঘরে বসবাস করে এই মানুষ গুলো। কেউ পাথর শ্রমিক আবার কেউ ভ্যান বা রিক্সা চালক। করোনার মহামারীর কারণে ঘর থেকে বের হতে পারছিল না এই মানুষ গুলো। কয়েক দিন থেকে খাবার পাচ্ছে না। অনেকে আবার না খেয়ে দিন পার করছে আবার রোজাও রেখছে। খবর পেয়ে নিজ উদ্যেগে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি।
তিনি বলেন, এখানে আরও অনেক পরিবার আছে যাদের খাবার নেই। আমি আরও খাদ্যসামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আরও খাদ্যসামগ্রী দেব।
বিএ-২৭