ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৯, ২০২০
০৬:৫৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৬:৫৮ পূর্বাহ্ন
করোনাভাইরাসে বেহাল এখন বিশ্ব। বাংলাদেশেও প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা প্রতিরোধে মানুষের দূরত্ব বজায় রাখাই এখন মূখ্য। সেজন্য বার বার সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হচ্ছে সরকার থেকে। অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না।
তাই আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে ফেঞ্চুগঞ্জ সারকারখানা বাজারে গিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) খালেদ চৌধুরী।
তিনি সারকারখানা বাজার পরিদর্শন করে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, করোনাভাইরাস যে হারে প্রকোপ ছড়াচ্ছে, এই মুহূর্তে যদি সচেতন না হই তাহলে তা ভয়াবহ আকার ধারণ করবে।
ওসি বাজারের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিনের সঙ্গেও কথা বলেন। এ সময় সকল ব্যবসায়ীকে ক্রেতাদের সঙ্গে দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরে বাজারে আসতে বলেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মুহিব উদ্দিন বাদল, সাংবাদিক শহীদ আহমদ চৌধুরী ও ক্যাম্প সুবেদার আব্দুস সালাম।