জকিগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৯, ২০২০
০৬:২২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৬:২২ পূর্বাহ্ন
করোনাভাইরাস সংক্রমণ নিরূপণে সিলেটের জকিগঞ্জে নমুনা সংগ্রহ করা ৬ জনের মধ্যে দুইজনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। বাকি ৪ জনের রিপোর্টের অপেক্ষায় আছেন চিকিৎসকরা।
চলতি সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রামের ৬ জনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জনের মাধ্যমে আইইডিসিআর-এ পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে দুইজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী জানান, দুইজনের রিপোর্ট আমরা পেয়েছি। তাদের শরীরে করোনার উপসর্গ পাওয়া যায়নি। বাকি ৪ জনের রিপোর্টের জন্য অপেক্ষা চলছে। আজকালের মধ্যে রিপোর্ট পাওয়া যেতে পারে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, কারও রিপোর্ট পজিটিভ এলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে। এখন পর্যন্ত জকিগঞ্জের কারও শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি।