গোয়াইনঘাট প্রতিনিধি
এপ্রিল ০৯, ২০২০
০৩:২৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৩:২৪ পূর্বাহ্ন
করোনার প্রাদুর্ভাবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের (জিআর) চাল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) সকালে ইউনিয়ন কার্যালয় থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪ শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার মো. ইকবাল মিয়া, ইউপি সচিব কামরুজ্জামান, সদস্য আব্দুল কাদির, মো. শাহ আলম, আবুল হাসনাত ও সয়েন বুনার্জি প্রমুখ।