গোয়াইনঘাটে আওয়ামী লীগের খাদ্যসামগ্রী বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি


এপ্রিল ০৯, ২০২০
০৩:১৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৩:১৯ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে আওয়ামী লীগের খাদ্যসামগ্রী বিতরণ

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে সিলেটের গোয়াইনঘাটে কর্মহীন হয়ে পড়া ঘরবন্দি মানুষের মাঝে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাফলং ইউনিয়নের দেড় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, লবণ, আলু, তেল ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বুধবার দুপুরে জাফলংয়ের মামার বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় হোটেল জাফলং ইন থেকে এসব খাদ্যসামগ্রী নিয়ে নেতাকর্মীরা ঘরবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সামসুল আলম, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আল মামুন মনির, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক নজরুল শিকদার, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু, জাফলং নিউজ ২৪ডট কম ও জাফলং পিয়াইন বার্তার সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন, সংগ্রামপুঞ্জি চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, পূর্ব জাফলং যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা সোলেমান শিকদার, সুলতান মাহমুদ, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম খোকন প্রমুখ।