গোলাপগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৯, ২০২০
০৩:০৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৩:০৪ পূর্বাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেটের গোলাপগঞ্জে ঘরে থাকা কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক মঞ্জুর শাফি চৌধুরী এলিম।
ধারাবাহিক খাদ্য বিতরণের কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার আমুড়া ইউনিয়নের ৭০টি পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মঞ্জুর শাফি চৌধুরী এলিম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল, আহমদ আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের নেতা আবু সুফিয়ান আজম, ইউপি সদস্য তারেক আহমদ, মুজিবুর রহমান, তুহিন আহমদ প্রমুখ।