চিকিৎসকদের খাবার পৌঁছে দিচ্ছেন সিলেটের তরুণ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৯, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন



চিকিৎসকদের খাবার পৌঁছে দিচ্ছেন সিলেটের তরুণ

 

বিভিন্ন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের নিজ খরচে খাবার পৌঁছে দিচ্ছেন সিলেটের তরুণ এজাজ উদ্দিন আহমেদ সানি। এ জন্য তিনি নিচ্ছেন না টাকা। 

করোনা ভাইরাস আতঙ্কে বিকেল ৫টার পর সকল দোকানপাট, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। তাই মিলছে না খাবার। এ অবস্থায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে নিজ উদ্যোগে চিকিৎসকদের খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। নর্থইস্ট মেডিকেলের এমবিবিএস ৫ম বর্ষে অধ্যয়নরত সানির বাসা দক্ষিণ সুরমা উপজেলায়। তিনি জানান, এ কাজে তার পরিবারের সদস্যরা সহযোগিতা করছেন। সবচেয়ে বেশি সহযোগিতা করছেন তার মা। তিনি তার সামর্থ অনুযায়ী যতদিন পারবেন এ মহৎ কাজ চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন।

এনপি-০১/বিএ-০২