অবস্থার অবনতি : সিলেটের করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৯, ২০২০
১২:১১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২০
১২:২৪ পূর্বাহ্ন



অবস্থার অবনতি : সিলেটের করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হওয়ার তাকে ঢাকায় পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার রাতে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। রাতে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। আজ দুপুর পর্যন্ত অবস্থা স্থীতিশীল থাকলেও পরবর্তীতে অবস্থঅর অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র আজ বেলা ১টা ৪৫ মিনিটে সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আক্রান্ত চিকিৎসকের অবস্থা সকালে কিছুটা ভালো ছিল। কিন্তু এখন তার অবস্থা আবারও অবনতি হচ্ছে। অক্সিজেন সাপোর্ট দিয়েই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, অক্সিজেন খোলা হলে তার অবস্থা অবনতি হয়ে যায়।’

শামসুদ্দিন হাসপাতালের আইসিইউ ইনচার্জ  ডা. হোসেন আহমদও আক্রান্ত চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি জানিয়ে বলেন, ‘তাকে ঢাকায় পাঠানোর চিন্তাভাবনা চলছে যেহেতু শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না।’ তাঁকে কখন ঢাকায় পাঠানো হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ঢাকায় পাঠানো একটু সমস্যা। তাই এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।’

গত রবিবার (৫ এপ্রিল) সিলেটে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হন ওই চিকিৎসক। এদিন সন্ধ্যার দিকে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন। সংবাদটি সিলেট মিরর-এর অনলাইনে সর্বপ্রথম প্রকাশ হওয়ার পর তোলপাড় শুরু হয়। এদিন সন্ধ্যায় আক্রান্ত চিকিৎসকের বাসা এবং রাত ১২টার দিকে তার বাসস্থান নগরের হাউজিং এস্টেট এলাকা লকডাউন করা হয়। এরপর থেকে বাসায় রেখেই তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের আনা হয়।

 

এনএইচ-০৩/এএফ-০৮

 

এ সংক্রান্ত পূর্বের সংবাদগুলো পড়ুন-

সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের অবস্থার কিছুটা উন্নতি

অবস্থার অবনতি : সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসক আইসিইউতে