সিলেটের বরেণ্য আলেম ও জমিয়ত সভাপতির ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৮, ২০২০
০৯:১৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২০
০৯:১৮ অপরাহ্ন



সিলেটের বরেণ্য আলেম ও জমিয়ত সভাপতির ইন্তেকাল

সিলেটের বরেণ্য আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খ আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি...রাজিউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ১০০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার খলিফা মুফতি মাহবুবূল্লাহ।

তাঁর জানাজার নামাজ আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ২.৩০ মিনিটে হবিগঞ্জে নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

হবিগঞ্জের ইমামবাড়ির বাসিন্দা হুসাইন আহমদ মাদানী রহ-এর বিশিষ্ট খলিফা ব্যক্তিগত জীবনে ৬ ছেলে ও ৩ মেয়ের জনক ছিলেন।

শায়েখ ইমামবাড়ী ২০০৫ সাল থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

 

এএফ/০৩