সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৮, ২০২০
০৭:০৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৩:৪৮ পূর্বাহ্ন
বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মরণ ভাইরাস করোনা। বাংলাদেশেও ক্রমে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। করোনা ভাইরাস থেকে সুরক্ষায় দেশের বিভিন্ন স্থানে ঘর থেকে বের হচ্ছেন না শ্রমজীবী ও কমর্হীন মানুষ। এসব শ্রমজীবী ও দরিদ্র মানুষের সহযোগিতা এগিয়ে এলেন পুষ্টি ফুডের স্বত্তাধিকারী রোটারিয়ান সোহাদ রব চৌধুরী।
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট প্রেসিডেন্ট রোটারিয়ান সোহাদ রব আজ মঙ্গলবার নগরের ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রান বিতরণ করেন।
ত্রাণসামগ্রী কিতরণে সহযোগিতা করে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট।
৪ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া, মজুমদারি, ঘূরণী, পীরমহল্লা, আম্বরখানা সরকারী কলোনী, হাউজিং এস্টেট, মনিপুরী পাড়া, দর্শন দেউড়ি, ফরিদবাগ এলাকার শ্রমজীবী ও কমর্হীন পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এআর/বিএ-২৩