মোবাইলে রিচার্জ করা যাবে বিদ্যুতের প্রিপেইড মিটার

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৮, ২০২০
০৬:১২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২০
০৬:১২ পূর্বাহ্ন



মোবাইলে রিচার্জ করা যাবে বিদ্যুতের প্রিপেইড মিটার

নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকের শাখা এবং মোবাইল রিচার্জের দোকান থেকে জিপি, রবি ও বিকাশের মাধ্যমে বিদ্যুতের প্রিপেইড মিটারের ব্যালেন্স রিচার্জ করা যাবে। 

তাই করোনা ভাইরাস প্রতিরোধ ও ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য জনস্বার্থে সামর্থ্যবান বিদ্যুৎ গ্রাহকগদের বারবার ভেন্ডিং সেন্টার, রিচার্জের দোকান ও বিকাশ সেন্টারে না গিয়ে একবারে বেশি পরিমাণে ব্যালেন্স রিচার্জ করতে অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী। 

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘এতদ্বারা সম্মানিত সকল বিদ্যুৎ গ্রাহকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিতরণ অঞ্চল, বিউবো, সিলেট এর আওতাধীন প্রি-পেমেন্ট মিটারিং সিস্টেম এর ভেন্ডিং সেন্টারগুলোতে (বিবিবি-২ সিলেট, বিবিবি-৫ সিলেট, বিবিবি-ছাতক, বিবিবি-সুনামগঞ্জ, বিবিবি-মৌলভীবাজার, বিবিবি-কুলাউড়া, বিবিবি-হবিগঞ্জ, জগন্নাথপুর বি/স, জৈন্তাপুর বি/স ও দিরাই বি/স) সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন সময়ে সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত রিচার্জ করা যাবে (সরকারি ছুটি ব্যতিত)। এছাড়াও, গ্রাহকগণ অত্র দপ্তরগুলোর আওতাধীন বিভিন্ন এলাকার নির্ধারিত বাণিজ্যিক ব্যাংক এর শাখা এবং মোবাইল রিচার্জ এর দোকান থেকে জিপি, রবি ও বিকাশ এর মাধ্যমে রিচার্জ করতে পারবেন। এ সময়ে করোনা ভাইরাস প্রতিরোধ ও ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য জনস্বার্থে সামর্থ্যবান বিদ্যুৎ গ্রাহকগদের বারবার ভেন্ডিং সেন্টার, রিচার্জ এর দোকান ও বিকাশ সেন্টারে না গিয়ে একবারে বেশি পরিমাণে ব্যালেন্স রিচার্জ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।’

এছাড়া জরুরি প্রয়োজনে বিবিবি-২ সিলেট ০৮২১-৭১৯৮৪৩, ০১৭৫৫৫৮২৩৩৬, ০১৭১৬৬৯৫৩০৯, ০৮২১-৭৬১৩৪২, ০১৬২৫০৩৮৭৮৪ ও ০১৩০২৬৩৯৮৯৬, বিবিবি-৫ সিলেট ০৮২১-২৮৭০৪৪৬, ০১৭৫৫৫৮২৩৪১, ০১৭৩২৫৫১২৬৫, ০৮২১-২৮৭০৪৪৫ ও ০১৭২৬৮৫৮০৪০, বিবিবি-ছাতক                    ০৮৭২৩-৫৬১৪৭, ০১৭৫৫৫৮২৩৪৪, ০১৯১৭১৬৮১২১ ও ০৮৭২৩-৫৬৩৩০, বিবিবি-সুনামগঞ্জ ০৮৭১-৬৩৪৪৩, ০১৭৫৫৫৮২৩৪৫, ০১৭৯৪৭৬৩৮৪৮, ০৮৭১-৬২২৭৭, ০১৭১৪০৬৯৩৭৭ ও ০১৭৭১৬৭২৬৭৬, বিবিবি-মৌলভীবাজার ০২৪১-১১০০৬৯, ০১৭৫৫৫৮২৩৪০, ০১৫৫২৬৮৫০৬০, ০৮৬১-৫৩০৬৪ ও ০১৭০১৩৮৫৩৭০, বিবিবি-কুলাউড়া ০৮৬২৪-৫৬৮১৭, ০১৭৫৫৫৮২৩৪২, ০১৭১২১৭৬৮৬৫, ০৮৬২৪-৫৬০২৮ ও ০১৭৯৬৬৪৪৯৩৭, বিবিবি-হবিগঞ্জ ০৮৩১-৬২২৩৪, ০১৭৫৫৫৮২৩৪৩, ০১৭৫৬৩৮৮১৭৬, ০৮৩১-৬২২২৭ ও ০১৭৪৫৫২৯৭৯৭, জগন্নাথপুর বি/স ০৮৭২৭-৫৬০৭৪, ০১৭৫৫৫৮২৩৪৭, ০১৯১২১৭১১৯৯ ও ০১৭৭৬১৪১৬২১, জৈন্তাপুর বি/স ০৮২২৯-৫৬০৩৪, ০১৭৫৫৫৮২৩৪৮, ০১৭১৯৮৭৪৭৫০ ও ০১৭৮৩৩০৯০০৮ এবং দিরাই বি/স ০৮৭২৪-৫৬৩৪৬, ০১৭৫৫৫৮২৩৪৬, ০১৭৪৭২৩৭৯৪৩ ও ০১৩১৯৯১০৮৮৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। 

এনপি-১২/বিএ-১৯