গোয়াইনঘাট প্রতিনিধি
এপ্রিল ০৮, ২০২০
০৫:০৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৮, ২০২০
০৫:০৩ পূর্বাহ্ন
করোনাভাইরাস প্রতিরোধে ঘরবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ট্যুরিস্ট পুলিশের এক সদস্য।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর থেকে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ তার বৈশাখী বেতন-ভাতা থেকে অসহায় ও হতদরিদ্র দিনমজুর শতাধিক মানুষকে নগদ ৫শ টাকা করে প্রদান করেছেন।
এ সময় ঘরবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি অসহায় ও দরিদ্র মানুষ খুঁজে বের করে তাদের হাতে ৫শ টাকা করে তুলে দেন।
এ ব্যাপারে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ রতন শেখ বলেন, দেশে মহামারী করোনাভাইরাসের আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন অসহায় ও দিনমজুর মানুষ। তাদের কিছুটা সহায়তা দিতে আমার বৈশাখী বেতন-ভাতা থেকে প্রায় শতাধিক অসহায় গরিব মানুষের হাতে ৫শ টাকা করে তুলে দিলাম। এই টাকা পেয়ে বর্তমান সময়ে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে বলে মনে করি। আমার ক্ষুদ্র তহবিল থেকে তাদের নগদ টাকা দিয়ে সহায়তা করে খুব ভালো লাগছে।
ঘরবন্দি মানুষদের সহায়তা করার পাশাপাশি প্রত্যেককে ঘরে থাকার জন্য আহ্বান জানান তিনি। এ সময় তিনি অসহায় ও গরিব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অন্যান্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।