গোয়াইনঘাটে সাড়ে ৮শ ট্রাকচালককে খাদ্যসামগ্রী প্রদান

গোয়াইনঘাট প্রতিনিধি


এপ্রিল ০৮, ২০২০
০৩:৩২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২০
০৩:৩২ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে সাড়ে ৮শ ট্রাকচালককে খাদ্যসামগ্রী প্রদান

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সিলেটের গোয়াইনঘাটে ঘরবন্দি থাকা ট্রাকচালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ট্রাকচালক সংগঠনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছবেদ মিয়ার ব্যক্তিগত উদ্যোগে সাড়ে ৮শ ট্রাকচালকের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলার জাফলং, জাফলং চা-বাগান, মমিনপুর, নম্বম খন্ড, ছৈলাখেল, লাখেরপাড়, কৈইকান্দিরপাড় ও মামারবাজার মেলার মাঠসহ বিভিন্ন এলাকার ট্রাকচালকদের হাতে চাল, ডাল, তেল, আলু, লবণ ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে জাফলং ট্রাকচালক সংগঠনের সদস্য ও আগামী নির্বাচনে উক্ত সংগঠনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছবেদ মিয়া বলেন, দেশে মহামারী করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে ঘরবন্দি অবস্থায় রয়েছেন আমার ট্রাকচালক ভাইয়েরা। দেশের এ অবস্থায় তারা যাতে খাদ্য সংকটে কষ্ট না করেন, সেই দিক বিবেচনা করে সংগঠনের ৮৫০ জন ট্রাকচালকের মাঝে আমার ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।