গোলাপগঞ্জে খাদ্যসামগ্রী দিলেন মনজুর সাফি চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৮, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে খাদ্যসামগ্রী দিলেন মনজুর সাফি চৌধুরী

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেটের গোলাপগঞ্জে ঘরে থাকা কর্মহীন ও অসহায় মানুষকে খাদ্যসামগ্রী দিয়েছেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক শিক্ষানুরাগী মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৃহত্তর হেতিমগঞ্জ ও বাঘার এখলাসপুর গ্রামের শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নিজে উপস্থিত থেকে উপজেলার বাঘা ইউনিয়নের এখলাসপুর গ্রামের শতাধিক কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক জাগরণের নির্বাহী সম্পাদক দুলাল আহমদ চৌধুরী, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, ইউপি সদস্য আলা উদ্দিন, এখলাসপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিব মিয়া, আওয়ামী লীগ নেতা অরুন দে, যুবনেতা মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।