নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৭, ২০২০
১০:৩৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৮, ২০২০
০৪:১৬ পূর্বাহ্ন
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়েছে।
আজ (৭ এপ্রিল) মঙ্গলবার দুপুর ১২ টায় হাসপাতালের মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগে স্থাপন করা পিসিআর মেশিনের মাধ্যমে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ড. মইনুল হক সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা থেকে ১১৬ জন ব্যাক্তির নমুনা আমাদের কাছে এসেছে। আমরা প্রথমে একসঙ্গে ৯৪ জনের করোনা পরীক্ষা করবো। ফলাফল পাওয়া যাবে ৩/৪ ঘন্টার মধ্যে।’
সংশ্লিষ্টরা জানান, গত ৩০ মার্চ করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর মেশিন ও সরঞ্জাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছে। মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি স্থাপন করা শুরু হয়। গতকাল সোমবার তা স্থাপন করা শেষ হয়। করোনা পরীক্ষার জন্য প্রায় ৫শ কিটও এসেছে হাসপাতালের। এছাড়া এরই মধ্যে নার্স, চিকিৎসক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
এনসি-০২/এএফ-০৮