গোয়াইনঘাট প্রতিনিধি
এপ্রিল ০৭, ২০২০
০৭:১১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০৭:১১ পূর্বাহ্ন
কাজ নেই, ঘরে খাবারও নেই। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সবকিছু যখন বন্ধ, তখন নিরুপায় হয়ে মুঠোফোনে থানার ওসিকে তাদের সমস্যার কথা বলেন দুই ব্যক্তি। কিছুক্ষণ পর ওসি তাদের পরিবারে খাবার পৌঁছে দেন।
আজ শনিবার (৬ এপ্রিল) বিকেলে সিলেটের গোয়াইনঘাটে এমন ঘটনা ঘটেছে।
জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর ও জাফলং এলাকার অসহায় দু'টি পরিবার থেকে খাদ্যসামগ্রী পাওয়ার জন্য থানার ওসি মো. আব্দুল আহাদকে ফোন দেওয়া হয়। ফোন পেয়ে ওসি ওই পরিবারগুলোর জন্য মুহূর্তেই খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এতো অল্প সময়ের মধ্যে খাবার পেয়ে ওই পরিবারগুলো রীতিমতো অবাক হয়েছে।
একই সঙ্গে থানার ওসি মো. আব্দুল আহাদ থানার অফিসারদের কোথাও কোনো ঘরবন্দি অসহায় মানুষ না খেয়ে আছে কি না তা যাচাই করে তাদের পরিবারে খাবার পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেন। পরে পুলিশ অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, এ সময়টাতে খেটে খাওয়া মানুষরা খুব কষ্টে আছেন। তাদের ঘরে থাকতে বলা হয়েছে। দু'টি অসহায় পরিবার খাবার পাওয়ার জন্য আমাকে ফোন দেয়। পরে আমি তাদের নাম-ঠিকানা জেনে ওই পরিবারগুলোতে খাবার পৌঁছে দেই। এছাড়াও পুলিশের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্ মানুষদের খুঁজে বের করে তাদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। দেশের এমন পরিস্থিতে কোনো মানুষই না খেয়ে মরবে না। উপজেলার প্রত্যেক গরিব, অসহায় পরিবারগুলোর প্রতিনিয়ত খোঁজ নিয়ে তাদেরকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।