সিলেটে কমিউনিস্ট পার্টির উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৭, ২০২০
০৬:৪৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০৬:৪৯ পূর্বাহ্ন



সিলেটে কমিউনিস্ট পার্টির উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

করোনাভাইরাস মহাবিপর্যয় মোকাবেলায় গঠিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট কন্ট্রোল টিমের উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

আজ সোমবার (০৬ এপ্রিল) দুপুর তিনটায় সিলেট নগরের কালীবাড়ি, শিবগঞ্জ, ভাতালিয়া এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল , সাবান ।

জানা যায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলায় জেলায় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল টিম গঠিত হয়েছে।

এবিষয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন জানান, করোনা পরিস্থিতিতে নি¤œ আয়ের মানুষরা আছেন বিপাকে। তাদের ঘরে নেই পর্যাপ্ত খাবার । তাই সিপিবি সারাদেশের মত সিলেটে এসব মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তিনি দেশের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্টানকেও এগিয়ে আসার আহ্বান জানান।

এনএইচ-০৬/এনপি-১৬/বিএ-২০