নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৭, ২০২০
০৬:০৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০৬:০৩ পূর্বাহ্ন
করোনা রোগি শনাক্তের পর লকডাউন করে দেওয়া সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় জীবাণুনাশক পানি ছিটিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। আজ সোমবার (০৬ এপ্রিল) দুপুর সাড়ে বারোটা থেকে এলাকার প্রধান সড়কসহ প্রতিটি অলিগলিতে জীবাণুনাশক পানি ছিটানো হয়।
এর আগে গতকাল রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা এক চিকিৎসক করোনা আক্রান্ত হন। সিলেটে এই প্রথম কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এরপর গত রাতেই পুরো হাউজিং এস্টেট এলাকাটি লকডাউন করে দেয় প্রশাসন। এরপর থেকে আতঙ্কে আছেন এলাকাবাসী।
তবে আক্রান্ত চিকিৎসক প্রায় দুই সপ্তাহ ধরে সেল্ফ কোয়ারেন্টিনে থাকায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। তিনি সবাইকে ঘরে থাকার এবং সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
জীবাণুনাশক পানি ছিটানোর বিষয়ে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, আজ হাউজিং এস্টেটসহ নগরের বিভিন্ন এলাকায় আমাদের এ কার্যক্রম পরিচালিত হয়েছে। এটা আমাদের ধারাবাহিক র্কাযক্রম। আমরা প্রায় তিন সপ্তাহ ধরে নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় জীবাণুনাশক পানি ছিটাচ্ছি।
এনএইচ-২/এএফ-১৩