সিলেটে ত্রাণ না পেয়ে বিক্ষোভ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৭, ২০২০
০৪:৫৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০৪:৫৯ পূর্বাহ্ন



সিলেটে ত্রাণ না পেয়ে বিক্ষোভ

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ২ নম্বর ওয়াডের্র বাসিন্দারা ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন। আজ সোমবার (৬ এপ্রিল) ইসলামপুর পুরাবাড়ি এলাকার জামে মসজিদের পাশে শতাধিক নারী পুরুষ খাদ্যসামগ্রীর দাবিতে বিক্ষোভ করেন।

এ সময় বিক্ষোভকারীরা জানান, গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটির পর তাদের সব কাজ বন্ধ। তাই তারা খুব কষ্টে আছেন। দৈনন্দিন কোনো আয়ের পথ না থাকায় কিছুদিন ধরে তারা না খেয়ে আছেন। এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সামগ্রী তাদের হাতে এসে পৌছায়নি। সরকারি সাহায্য না পেলে তাদেরকে না খেয়ে মরতে হবে। তারা স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, তাদের কাছে পর্যাপ্ত ত্রাণসামগ্রী আসেনি। এ জন্য তারা আজ বিক্ষোভে নেমেছেন। 

তারা অভিযোগ করে বলেন, আমরা শুনি শুধু ত্রাণ আসছে। তাহলে আমাদের ত্রাণ কোথায়? সরকার আমাদের বাসায় খাকতে বলছে। কিন্ত খাবার না পেলে ঘরে থাকব কীভাবে? 

এ বিষয়ে খাদিমনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।

খাদিমনগর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, আমি মাত্র দুই টন চাল পেয়েছি। সবাইকে দিতে পারিনি। একটি ওয়ার্ডে সর্বোচ্চ ২২ পরিবারকে দিতে পেরেছি। কিন্তু ত্রাণ পাওয়ার মতো অনেক পরিবার আছে। ওই গ্রামে মাত্র পাঁচ পরিবার ত্রাণ পেয়েছে। এ কারণে মানুষ বিক্ষোভে নেমেছে। সরকার থেকে যতটুকু পেয়েছি, সেটাই বিভিন্ন এলাকায় বিতরণ করেছি।’ এ এলাকায় আরও ত্রাণ দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। 

এনএইচ-০৪/এনপি-১২/বিএ-১৪