সিলামে মাদরাসা কমিটির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৭, ২০২০
০৪:০৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০৪:০৫ পূর্বাহ্ন



সিলামে মাদরাসা কমিটির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলাম জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কমিটির উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (৫ এপ্রিল) সিলাম ইউনিয়নের পশ্চিমপাড়ায় দেড়শতাধিক দরিদ্রের হাতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী তুলে দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এ সময় আরও উপস্থিত ছিলেন, জামিয়া মদিনাতুল উলুম মাদরাসা কমিটির সভাপতি নাছির উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য আবু সাদ জুবেরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, অ্যাডভোকেট শামীম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি,  সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক অজয় ধর। 

আরও উপস্থিত ছিলেন, সিলাম ইউপি সদস্য সাদিক মিয়া, কয়েছ আহমদ, হালিমা বেগম, আওয়ামী লীগ নেতা নেছার আলী, ইকবাল হোসেন, তুহিন চৌধুরী, রুহেল খন্দকার, মহানগর যুবলীগ নেতা মো. আফজল হোসেন, আকিল আহমদ, দিদারুল ইসলাম, সাবেল আহমদ, সিলাম সমাজকল্যাণ সমিতির সভাপতি শাহ ওলীদুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ছাত্রলীগ নেতা মোস্তাক আহমদ, মাহবুবুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণমান্য বক্তিবর্গ।

এনপি-০৬/বিএ-০৮