নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৭, ২০২০
০৩:০১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০৩:০১ পূর্বাহ্ন
সিলেট নগরের মদীনা মার্কেট জামে মসজিদের ইমাম ও জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সহসভাপতি হাফিজ মাওলানা নূর উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। গতকাল রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত রাত পৌণে ১টায় তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিন স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা নূর উদ্দিন আহমদের বড় ছেলে হাফিজ মাওলানা হোসাইন আহমদ মাসুম জানান, তাঁর বাবা কয়েক মাস ধরে হৃদরোগে ভুগছিলেন। এ জন্য তিনি চিকিৎসাও নিচ্ছিলেন।
তিনি জানান, তাঁর পিতা ১৯৮৪ সালে সিলেটের রানাপিং আরাবিয়া হোসাইনিয়া মাদরাসা থেকে কওমি মাদরাসার সর্বোচ্চস্তর দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর তিনি সিলেটের শেখঘাট কলাপাড়া জামে মসজিদ, বরইকান্দি কাজিরখলা জামে মসজিদ, লামাপাড়া বিলপাড় জামে মসজিদ ও সর্বশেষ ২০০৬ সাল থেকে মদীনা মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছিলেন।
মাওলানা নূর উদ্দিন আহমদের পৈতৃক নিবাস সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই গ্রামে। তাঁর পিতা মরহুম ওয়াজিদ উল্লাহ ও মাতা সবজান বিবি। তিনি নোয়রাই মাদরাসাতেও কিছুদিন শিক্ষকতা করেন।
এনপি-০৩/বিএ-০৫