সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৭, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল থেকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত মোছা. শাহিনা বেগম (৩৯) দক্ষিণ সুরমার মোমিনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় দক্ষিণ সুরমার নাজিরবাজারে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্কুল শিক্ষিকা তাঁর স্বামীর সঙ্গে সিলেট শহর থেকে মোটরসাইকেলে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাঘরখলা গ্রামে যাচ্ছিলেন। নাজিরবাজার এলাকার ভাঙা রাস্তায় মোটরসাইকেল থেকে পড়ে মারাত্মক আহত হন তিনি। আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ নিহত স্কুল শিক্ষিকা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জয়নুল বারীর মামাতো বোন বলেও জানান তিনি।
এনএইচ-০২/এনপি-০২/বিএ-০৪