যুবলীগের উদ্যোগে ছড়ারপারে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৭, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন



যুবলীগের উদ্যোগে ছড়ারপারে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে গৃহবন্দি দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৬এপ্রিল) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ছড়ারপাড়স্থ বাসায় অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরসহ মহানগর যুবলীগ নেতৃবৃন্দ। 

এ সময় বদর উদ্দিন কামরান বলেন, মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, তাদের ঘরে ঘরে গিয়ে সিলেট মহানগর যুবলীগ নেতৃবৃন্দ খাদ্যসামগ্রী দিচ্ছেন। তাদের এই কার্যক্রমকে আমি স্বাগত জানাই। তিনি বলেন, অসহায়দের সাহায্যের জন্য সকলকে এগিয়ে আসতে হবে।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা কয়েছ আহমদ চৌধুরী, সিলেট মহানগর যুবলীগ নেতা সুলতান মাহমুদ সাজু, এমদাদ হোসেন ইমু, কামরান হক শিপু, আকিল আহমদ, রিমু খান প্রমুখ।

এনপি-০১/বিএ-০৩