নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৭, ২০২০
০১:২৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন
সিলেটে শ্বাসকষ্ট নিয়ে এক বয়স্ক নারী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভর্তি হয়েছেন। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২ টায় তিনি হাসপাতালের ভর্তি হন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে সিলেট মিররকে বলেন, ‘ওই নারীর বয়স ৮০। তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ’তে ছিলেন। তার অবস্থা ভালো না থাকায় তাকে শামসুদ্দিনে ভর্তি করা হয়েছে।’
তিনি জানান, হাসপাতালের বর্তমানে মোট ৭জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে দুইজনের রিপোর্ট আইইডিসিআর থেকে সিলেটে এসেছে। তারা দুইজনেরই করোনা নেগেটিভ।
এনসি-০৩/এএফ-৮