নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৬, ২০২০
০৯:২৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০১:৪৫ পূর্বাহ্ন
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে। এছাড়া ওই চিকিৎসক নিজ বাসাতেই চিকিৎসা নিবেন। আপাতত তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ‘ওই চিকিৎসক তার বাসায় চিকিৎসা নিবেন। তার পরিবারের সদস্যদেরও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সিলেটে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হবে। সেখানে তাদের করোনা পরীক্ষা করা হবে।’
ওই চিকিৎসক কিভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি মন্তব্য করে তিনি বলেন, ‘তবে ধারণা করা হচ্ছে কোনও রোগীর মাধ্যমে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।’
গতকাল রবিবার সন্ধ্যার দিকে ওই চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।
জানা গেছে, আক্রান্ত চিকিৎসক সিলেটের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। এছাড়া তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখতেন।
এনসি-০২ ও এনএইচ-১/এএফ-০৪