নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৬, ২০২০
০৮:৫৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২০
০৮:৫৯ অপরাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সিলেট বিভাগে নতুন করে ১৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে ৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া আরও ৩জনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১১৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে জানান, সিলেট বিভাগে এখন পর্যন্ত দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ এর মধ্যে সিলেটের একজন ও মৌলভীবাজারের একজন।
সিলেট বিভাগে বর্তমানে মোট ৫৫৩ জন কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান তিনি।
এনসি-১/এএফ-০৩