নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৬, ২০২০
০৭:৫৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০১:৫১ পূর্বাহ্ন
সিলেটের প্রথম করোনা আক্রান্ত শনাক্তের পর নগরের হাউজিং এস্টেট এলাকা লকডাউনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার (৬ এপ্রিল) সকালের মধ্যেই পুরো হাউজিং এস্টেট এলাকা লক ডাউন করা সম্ভব হবে।
জানা গেছে, সিলেটের একটি সরকারী হাসপাতালের এ চিকিৎসক নিজে উদ্যোগী হয়ে করোনা পরীক্ষা করালে তার দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়।
এ ঘটনার পর চিকিৎসকের বাসা লকডাউন করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আইসোলেশনে নেওয়া হবে বলে সিলেটের সিভিল সার্জন সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল সিলেট মিররকে বলেন, ‘আক্রান্ত চিকিৎসক বাসায় আছেন। তাঁকে সকালে আইসোলেশনে নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘করোনা আক্রান্ত নিশ্চিতের পর হাউজিং এস্টেট এলাকা লক ডাউনের পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। হাউজিং এস্টেট এলাকা লকডাউনের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।’
সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী সিলেট মিররকে বলেন, ‘আক্রান্ত চিকিৎসক হাউজিং এস্টেট এলাকার স্থায়ী বাসিন্দা এবং সুনামধন্য চিকিৎসক।’
এলাকায় করোনা রোগী শনাক্তের খবরে মানুষের মধ্যে গুঞ্জন চলছে জানিয়ে তিনি বলেন, ‘এলাকাবাসীর প্রতি অনুরোধ আপনারা আতঙ্কিত হবেন না। বরং বাসায় থাকুন তাহলেই করোনা সংক্রামণ থেকে মুক্ত থাকবেন।’
এনএইচ-৬/এএফ-১০
এ সংক্রান্ত পূর্বের সংবাদ পড়ুন-