নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৬, ২০২০
০৫:২১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২০
০৫:২২ পূর্বাহ্ন
রবিবার বিকেলে জিন্দাবাজার এলাকা থেকে ছবিটি তুলেছেন আমাদের আলোকচিত্রি এইচ এম শহীদুল ইসলাম
জেলা প্রশাসনের নির্দেশ মেনে বিকেল ঠিক পাঁচটায় বন্ধ হয়ে গেছে ওষুধের দোকান ছাড়া সিলেট নগরের সব দোকানপাট। নগরে মানুষ চলাচলও কমে গেছে। ফলে রবিবার (০৫ এপ্রিল) বিকেল ৫টার পর থেকে পুরো নগরজুড়ে সুনসান নীরবতা বিরাজ করছে।
বিকেল ৫টার মধ্যে ফার্মেসি ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখতে গতকাল শনিবার (৪ এপ্রিল) আদেশ জারি করে সিলেট জেলা প্রশাসন। আদেশ অনুযায়ী সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান এবং সার, বীজ ও কীটনাশকের দোকান খোলা রাখা যাবে। বিকেল ৫টা পর ঔষুধের দোকান ছাড়া কোনো দোকানপাট খোলা রাখা যাবে না।
রবিবার (৫ এপ্রিল) বিকেল পাঁচটার পর নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, রিকাবীবাজার ও নয়াসড়ক এলাকা ঘুরে ফার্মেসি ছাড়া কোনো দোকানপাট খোলা দেখা যায়নি। তবে আগের দিন নোটিশ জারি করায় আজ সারাদিন খোলা রাখা দোকানগুলোতে অন্য দিনগুলোর চেয়ে ক্রেতাদের উপস্থিতি বেশি দেখা যায়। সকাল থেকেই লোকজন নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র ক্রয় করতে থাকেন। ৫টার আগেই তারা ঘরে ফিরেন। ব্যবসায়ীরাও পাঁচটা বাজার আগেই তাদের দোকানপাট বন্ধ করে দেন।
এনএইচ-০৫/এনপি-১১/বিএ-১৯