নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৬, ২০২০
০১:০৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২০
০১:০৫ পূর্বাহ্ন
নগরের বিভিন্ন মার্কেটের দোকানের কর্মচারী, কর্মকর্তা, প্রহরীসহ অসহায় দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে নগরের আল-হামরা শপিং সিটির নিচ তলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হকের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তোহেল, শামসুল আলম, আব্দুল হাদী পাবেল, আমজাদ আলী, মো. আনিস, হোসাইন আহমদ, আলা মিয়া, গোলজার আহমদ, রাসেল আহমদ, কিবরিয়া হোসেন নিঝুম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী বলেন, ‘অসহায়দের সাহায্যে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। আমাদের একটু সহযোগিতার মাধ্যমে অসহায়দের পরিবারগুলো একটু হলেও স্বস্থির নিঃশ্বাস ফেলবে।’
এএফ/০৬