নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৫, ২০২০
০৬:২১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০৬:২২ পূর্বাহ্ন
সিলেটের সকল নিত্যপ্রয়োজনীয় দোকানসহ সকল ধরণের দোকানপাট আগামীকাল রবিবার (০৫ এপ্রিল) থেকে নতুন নিয়মে খোলা থাকবে। আগামীকাল রবিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে । সিলেট শহর ও জেলার সকল উপজেলার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে। তবে বিকেল ৫টার পর ঔষুধের দোকান খোলা রাখা যাবে।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরে আজ শনিবার (০৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারী করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকা সত্বেও কেউ কেউ বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন এবং দোকনপাটে ভিড় করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আগামীকাল রবিবার (০৫ এপ্রিল) থেকে বিকেল ৫টার পর ঔষধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ থাকবে।
এনএইচ/বিএ-২৬