সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৫, ২০২০
০৫:২৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০৫:২৩ পূর্বাহ্ন
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সাইফুর রহমানের উদ্যোগে অগ্রণী তরুণ সংঘের সহযোগিতায় নগরের লন্ডনী রোডের ৫০টি দরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। আজ শনিবার (০৪ মার্চ) অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল ও লবণ।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সাইফুর রহমান, অগ্রণী তরুণ সংঘের সভাপতি ও নিসচা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম মিশু, সহসভাপতি শাহ মো. লোকমান আলী, সাধারণ সম্পাদক মাসুদ্দুজ্জামান তপাদার মুক্তার, নজরুল ইসলাম, আব্দুল কাইয়ুম আহাদ রুহিন, তানভীর আহমেদ, আব্দুল ওয়াহিদ প্রমুখ।
এনপি-১৫/বিএ-১৯