নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৫, ২০২০
০৩:৩৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০৩:৩৩ পূর্বাহ্ন
ব্যক্তিগত উদ্যোগে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ সেট পিপিই প্রদান করেছেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইরাস সাকিবার মেয়ে নিডা ও তার বন্ধু সারা আলী।
আজ শনিবার পিপিইগুলো গ্রহণ করেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ এবং হাসপাতালে করোনা ভাইরাস রোগ সংক্রমণ প্রতিরোধের নিমিত্তে গঠিত সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।
এদিকে, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পিপিই প্রদান করায় দাতাদের এবং সমন্বয়কারী চিকিৎসকবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
এনপি-০৫/বিএ-১১