চা শ্রমিকদের মাস্ক ও সাবান দিলেন আলম খান মুক্তি

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৫, ২০২০
০৩:২৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০৩:২৫ পূর্বাহ্ন



চা শ্রমিকদের মাস্ক ও সাবান দিলেন আলম খান মুক্তি

করোনা ভাইরাস প্রতিরোধে চা শ্রমিকদেরকে মাস্ক ও সাবান দিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। আজ শনিবার দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগানের চা শ্রমিকদের মাঝে এই মাস্ক ও সাবান বিতরণ করেন তিনি। 

মাস্ক ও সাবান বিতরণকালে তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও সাবান খুবই প্রয়োজন। আতঙ্ক না ছড়িয়ে, সচেতন হোন। সচেতনতাই আমাদের রক্ষা করতে পারে এই করোনা ভাইরাস থেকে। এই কঠিন সময়ে যুদ্ধে বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি। 

মাস্ক ও সাবান বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগ নেতা মো. আফজল হোসেন, এমদাদ হোসেন ইমু, আকিল আহমদ প্রমুখ। 

এনপি-০৪/বিএ-০৯