সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৫, ২০২০
০৩:১০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০৩:১০ পূর্বাহ্ন
সিলেট নগরের পনিটুলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পনিটুলার শ্রীশ্রী দুর্গা মণ্ডপ প্রাঙ্গনে শতাধিক লোকের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পনিটুলা পঞ্চায়েত কমিটির প্রধান ও পনিটুলা সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা প্রদীপ কুমার ঘোষ, পনিটুলা সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা শংকর চন্দ্র ঘোষ বাবুল, নিখিল কুমার ঘোষ, নির্মল কুমার ঘোষ, তপু ঘোষ পিন্টু, নিশি কুমার ঘোষ, সুধাংশু হাওলাদার, পনিটুলা সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহসভাপতি, সাংবাদিক সজল ঘোষ, রিপন ঘোষ, মৃদুল ঘোষ, পলাশ ঘোষ, সঞ্জয় ঘোষ বাপন, জ¦য়দীপ ঘোষ, বিকাশ ঘোষ, নিক্কন ঘোষ প্রমুখ।
এনপি-০৩/বিএ-০৮