নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৫, ২০২০
০২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০২:৪১ পূর্বাহ্ন
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সামাজিক সংগঠন ইয়াং স্টার সমাজ কল্যাণ সংস্থাকে ৫০ হাজার টাকার অনুদান দিয়েছেন লন্ডন প্রবাসী ও জাতীয়তাবাদী মহিলা দল-বিএনপির সিলেট জেলা শাখার সহ সভাপতি মোছা. মাজেদা আহমেদ কলি।
আজ শনিবার (৪ এপ্রিল) বেলা দুইটায় নগর ভবনে এ অনুদানের চেক তুলে দেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গৃহবন্দী খেটে খাওয়া মানুষের জন্য গঠিত ইয়াং স্টার সমাজকল্যাণ সংস্থার ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
চেক গ্রহণ করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মো. মতিউর রহমান। এ সময় খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে রসদস্য মো. নাজিম উদ্দীন ইমরান, সাহেবের বাজার গ্র্যাজুয়েশন কাপের পরিচালক ও সমাজকর্মী জুনেদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এস-০২/এএফ-০৭