সিলেটে চিকিৎসকদের হ্যান্ড স্যানিটাইজার দিলো ছাত্র ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৫, ২০২০
১২:০৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০২:০৭ পূর্বাহ্ন



সিলেটে চিকিৎসকদের হ্যান্ড স্যানিটাইজার দিলো ছাত্র ইউনিয়ন

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের জন্য হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরিএমও) সুশান্ত কুমার মহাপাত্রের হাতে তুলে দেন সংগঠনটির সিলেট জেলা শাখার নেতৃবৃন্দরা।

সুশান্ত কুমার মহাপাত্র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এসময় জানান, এটি সময় উপযোগী একটি উদ্যোগ।

এসময় উপস্থিত ছিলেন  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সরোজ কান্তি, সাধরণ সম্পাদক মো. নাবিল এইচ।

সরোজ কান্তি বলেন , 'দেশের যেকোনো সংকটে ছাত্র ইউনিয়ন মানুষের পাশে ছিল। আজ এ বিশ্ব সংকটেও তাই সারদেশে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে সিলেটে প্রায় ৩ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করেছি। আর এখন ডাক্তার এবং নার্সদের এই হ্যান্ড স্যানিটাইজার সবচেয়ে বেশি প্রয়োজন তাই আজ আমরা শামসুদ্দিন হাসপাতালে ডাক্তার, নার্সদের জন্য হ্যান্ড স্যানিটাইজার তুল দিয়েছি।

 

এনএইচ-০১/আরসি-০৭