নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৪, ২০২০
০৭:৩৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৪, ২০২০
০৭:৩৫ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের সিলেটের নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীদের জন্য গঠিত খাদ্য ফান্ডের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। আজ শুক্রবার (৩ এপ্রিল) রাতে নগরের ২৭ নম্বর ওয়ার্ডে তিনি এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
শুক্রবার বিকেল চারটায় নগরের ৩, ১৩ , ১৮, ১৯ , ২০, ২৪, ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ডে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও লবণ।
এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর এ কে এ লায়েক, শান্তনু দত্ত সনতু, এবিএম জিল্লুর রহমান, এসএম শওকত আমিন তৌহিদ, মো. আজাদুর রহমান আজাদ, সোহেল আহমদ রিপন, তাকবির ইসলাম পিন্টু, আজম খান, শাহানারা বেগম রোখসানা বেগম শাহনাজ প্রমুখ।
বিএ-২৪