ওসমানীনগর প্রতিনিধি
এপ্রিল ০৪, ২০২০
০৫:৫৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৪, ২০২০
০৫:৫৯ পূর্বাহ্ন
করোনাভাইরাসে সৃষ্ট সংকট মোকাবেলায় জনসমাগম এড়াতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। চক্ষুলজ্জার ভয়ে অনেকে কারও কাছে হাত পাততে পারছেন না। আবার অনেকে ফটোসেশনের ভয়ে লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে যাচ্ছেন না।
ওই সকল মানুষের কথা ভেবে সিলেটের ওসমানীনগরের আল ফালাহ ইসলামী জনকল্যাণ পরিষদ নিজ কুরুয়ার উদ্যোগে রাতের আঁধারে গোপনে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ২ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু ও ১ লিটার তেল।
সংগঠনের সভাপতি বলেন, হাতে গোনা কয়েকজন মিলে আমরা ত্রাণ বিতরণ শুরু করেছি। যাদের ত্রাণ দেওয়া হচ্ছে তাদের কোনো ছবি তোলা বা নাম প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ করেছি। এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ পাওয়া একজন বলেন, তারা চুপি চুপি আমাদের ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে। তারা আমাদের সম্মানের কথা ভেবে এটা করেছে জেনে অনেক ভালো লাগছে।