খাদ্যসামগ্রী দিলেন তাজপুর কলেজের সাবেক শিক্ষার্থীরা

ওসমানীনগর প্রতিনিধি


এপ্রিল ০৪, ২০২০
০৫:৫০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২০
০৫:৫০ পূর্বাহ্ন



খাদ্যসামগ্রী দিলেন তাজপুর কলেজের সাবেক শিক্ষার্থীরা

করোনা সঙ্কটে সিলেটের ওসমানীনগরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে একদল উদ্যমী তরুণ। উপজেলার তাজপুর ডিগ্রি কলেজের এইচএসসি ২০০৯-২০১০ ব্যাচের ১৬ জনের অর্থায়নে আজ শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় গোয়ালাবাজারে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বন্ধুদের উদ্যোগে প্রথম অবস্থায় ৬৫টি পরিবারকে ৫ কেজি করে চাল, এক কেজি করে ডাল, আলু, পেঁয়াজ, লবণ, এক লিটার সয়াবিন তেল ও একটি সাবান দেওয়া হয়।

আয়োজকরা জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় মানুষের মাঝে আমরা কয়েকজন বন্ধু মিলে ত্রাণসামগ্রী বিতরণের আয়োজন করেছি। ভবিষ্যতে আমাদের এই সামাজিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই। আসুন আমরা সবাই মানুষ ও মানবতার পাশে দাঁড়াই। একই সঙ্গে সবাই সরকারের দেওয়া স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি।