নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৪, ২০২০
০৪:১৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৪, ২০২০
০৪:১৪ পূর্বাহ্ন
সিলেটে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে নগরের শাহী ঈদগাহ ও শিবগঞ্জের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া সিলেট মিররকে জানান, নিষেধাজ্ঞা আমান্য করে দোকান খোলা রাখায় নগরের শাহী ঈদগাহ এলাকার নোহা লাইব্রেরিকে ৫শ টাকা ও শিবগঞ্জের নুরা টেলিকমকে ৫শ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সারাদেশের মতো সিলেটেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া সকল দোকান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে জেলা প্রশাসনের।