বিশ্বনাথ প্রতিনিধি
এপ্রিল ০৪, ২০২০
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৪, ২০২০
০৩:০০ পূর্বাহ্ন
গাড়ি চালাতে না পারার কারণে করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে সংসারে চলছে তীব্র সংকট। খাবারের জন্য ঘরে নেই কিছুই। সিলেটের বিশ্বনাথের গাড়িচালক স্বামীর আয়ের করুণ অবস্থা দেখে ৪ সন্তানের কথা ভেবে অবশেষে ৩৩৩ নম্বরে কল করে সরকারি ত্রাণ চান তার স্ত্রী।
এর কিছু সময়ের মধ্যেই সরকারি নির্দেশনায় সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পূর্ব চান্দশিরকাপন গ্রামস্থ খান স’মিলের পার্শ্ববর্তী গাড়িচালক সুহেলের বাসায় ত্রাণ নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় তিনি চালকের স্ত্রীর হাতে তুলে দেন ত্রাণের প্যাকেট। এতে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ লিটার তেল ও ১টি সাবান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহ্বায়ক ফজল খান।