নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৪, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৪, ২০২০
০১:০০ পূর্বাহ্ন
- ফাইল ছবি
সিলেটে সেনাবাহিনীর সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছেন তারা।
আজ শুক্রবার (০৩ এপ্রিল) সকালে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে সেনাবাহিনীকে।
সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, অপ্রয়োজনে ঘরের বাইরে না আসা এবং ঘরের অবস্থান করার জন্য সবাইকে আহ্বান জানান তারা।
সামাজিক দূরত্ব নিশ্চিতে গতকাল বৃহস্পতিবারের থেকে সেনাবাহিনী তৎপরতা বাড়িয়েছে। রিকশা ও মোটরসাইকেলে একজনের বেশি যাত্রীকে যাতায়াতে নিরুৎসাহিত করছে তারা। এছাড়া সিএনজিচালিত অটোরিকশাতে সর্বোচ্চ দুজন যাত্রী চলাচল করতে দিয়েছেন সেনা সদস্যরা।
আরসি-০৪/