সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৪, ২০২০
১২:০৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৪, ২০২০
১২:০৬ পূর্বাহ্ন
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের মেয়ের জন্মদিন উপলক্ষে ৫০ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আজ শুক্রবার (০৩ এপ্রিল) সকালে নগরের সুবিদবাজার এলাকায় এগুলো বিতরণ করেন তিনি।
তিনি বলেন, আমার মেয়ে আমিরা আলীম জয়নাব এর জন্মদিন আজ। দেশের এই ঝুঁকিপূর্ণ সময়ে জাঁকজমকভাবে অনুষ্ঠান করাও অনুচিত। তাই আমার সাধ্যমতো চেষ্টা করেছি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।
এসময় সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।