খেলা ডেস্ক
এপ্রিল ০৩, ২০২০
০৬:৫৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০৬:৫৬ পূর্বাহ্ন
ইউরো ২০২০ পিছিয়ে গেছে এক বছর। খবরটা ছড়িয়ে পড়ার পর ধরেই নেওয়া হয়েছিল ২০২১ উইমেনস ইউরোও পিছিয়ে যাচ্ছে। এবার সেটাই সত্যি হলো। টুর্নামেন্টটি এক বছর পিছিয়ে গেছে।
মেয়েদের এ টুর্নামেন্টটি ইংল্যান্ডের মাটিতে হওয়ার কথা ছিল আগামী গ্রীষ্মে। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে আসরটি পিছিয়ে গেছে ২০২২ সালে। এমনটিই দাবী করেছে ড্যানিশ এফএ। এর আগে ২০২০ কোপা আমেরিকা ও ২০২০ টোকিও অলিম্পিকও পিছিয়ে গেছে এক বছর।
এআরআর-০৪/বিএ-৩৪