বিশ্বনাথে ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি


এপ্রিল ০৩, ২০২০
০৩:০৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০৩:০৮ পূর্বাহ্ন



বিশ্বনাথে ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

সিলেটের বিশ্বনাথে একাধিক ডাকাতির মামলার আসামি আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত তহির আলীর ছেলে।

গতকাল বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দশঘর ইউনিয়নের চাঁন্দভরাং (দক্ষিণপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর শহীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘর থেকে একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতেই থানার এসআই ইমরুল কবির বাদী হয়ে শহীদকে আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

ডাকাত শহীদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, গ্রেপ্তারকৃত শহীদ একজন কুখ্যাত ডাকাত। দু'টি ওয়ারেন্ট, অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।