সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৩, ২০২০
০২:৩২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০২:৩২ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতি বিবেচনায় নগরের কুমারপাড়াস্থ নিজস্ব কলোনির বাসিন্দাদের এক মাসের ভাড়া মওকুফ করেছেন মেয়রপত্নী সামা হক চৌধুরী। নিম্ন আয়ের শ্রমজীবী-কর্মহীন ১৮টি পরিবারের প্রায় এক লাখ টাকার বাসা ভাড়া মওকুফ করেন তিনি।
তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক ছুটি দীর্ঘ হওয়ায় নিম্ন আয়ের মানুষ খাদ্য সংকটে পড়েছেন। এরই প্রেক্ষিতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কলোনি মালিকদের ভাড়া মওকুফের আহ্বান জানিয়েছেন। সিটি মেয়রের আহবানে সাড়া দিয়ে আমার কলোনির প্রত্যেক ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিই।’
বিশ্বব্যাপী এই মহামারির সময়ে নিম্ন আয়ের আয়ের কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সিলেট নগরের বাসা/কলোনির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এনপি-০২/বিএ-০৫