সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০২, ২০২০
০৮:০৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২০
০৮:০৯ অপরাহ্ন
সিলেটের বিভিন্ন এলাকার ফার্মেসী ও মুদি দোকানে সামাজিক দুরত্বের জন্য ‘কাস্টমার স্ট্যান্ডিং পয়েন্ট’আঁকা হয়েছে। অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে সিলেট নগর ও এর আশপাশের ১৫টি এলাকায় এই কার্যক্রম চালানো হয়। এর মাধ্যমে ক্রেতারা সামাজিক দুরত্ব বজায় রেখে লেনদেন করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরের উপশহর, শিবগঞ্জ, চৌহাট্টা, সোবহানীঘাট পয়েন্ট , লামাবাজার, ভার্থখলা, বাস টার্মিনাল এলাকার ফার্মেসি ও মুদি দোকানের সামনে এই পয়েন্ট আঁকা হয়েছে। এছাড়া সিলেটের দক্ষিণ সুরমা, লালাবাজার ও চন্ডিপুল এলাকাতে এই কার্যক্রম চালানো হয়েছে বলে জানা যায়।
অ্যাকোয়া পেইন্টস সিলেট রিজিওনের সেলস্ ম্যানেজার মো. শরীফ উদ্দিন পলাশ বলেন, করোনাভাইরাসে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একে অন্যের সংস্পর্শ হবে না। নিরাপদ দূরত্ব বজায় রেখে যে কেউ লেনদেন করে ঝুঁকিমুক্ত থাকতে পারবেন। বর্তমান প্রেক্ষাপটে নিজেকে সহজে নিরাপদ রাখতে ‘কাস্টমার স্ট্যান্ডিং পয়েন্ট’ভূমিকা পালন করবে বলে মনে করি।